
জামালপুর প্রতিনিধি ; জামালপুরের সরিষাবাড়ীতে ঠিকাদারের পাহারাদারকে অস্ত্র ঠেকিয়ে নির্মানাধীন রাস্তার ২২ ড্রাম পিচ (বিটুমিন) ট্রাকযোগে ডাকাতির খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বড়শরা ঠাকুরবাড়ি মোড় হতে চেরাগ আলী মোড় পর্যন্ত কাঁচা রাস্তা পাকাকরণ (পিচ কার্পেটিং) প্রকল্পের কাজ চলছে। ১ কোটি ১১ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে ২০২৪-২৫ অর্থবছরের এ কাজটি মেসার্স এম এস কাওসার এন্ড ব্রাদার্স কার্যাদেশ পায়। তবে কয়েকটি হাত বদলে হুমায়ুন কবীর নামে ঢাকাস্থ ব্যবসায়ী কাজটি বাস্তবায়ন করছেন।

মঙ্গলবার মধ্যরাতে সেঙ্গুয়া এলাকায় নির্মাণসামগ্রী রাখার স্থানে গিয়ে একদল মুখোশধারী ২২ ড্রাম পিচ (বিটুমিন) পাহারাদারকে জিম্মি করে ট্রাকে তুলে নিয়ে যায়। ড্রামগুলোতে প্রায় ৩ লাখ টাকার পিচ ছিল।

পাহারাদার আনোয়ার হোসেন বলেন, হেলমেট পরা চারজন লোক এসে তার মাথায় দু’টি পিস্তল ঠেকায় এবং চিৎকার করলে মেরে ফেলার হুমকি দিয়ে জিম্মি করে ফেলে। এরপর আরও ৭-৮ জন লোক মুখে মাস্ক ও মাফলার পেচানো অবস্থায় এসে একে-একে পিচভর্তি ২২ টি ড্রাম ট্রাকে তুলে নেয়। পরে পাহারাদারের চিৎকারে স্থানীয়রা জেগে ছুটে আসলেও ততক্ষণে ডাকাতদল পালিয়ে যায়।
সরিষাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই বিকাশ চন্দ্র সরকার মুঠোফোনে বলেন, “মৌখিকভাবে শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঠিকাদারের পক্ষ থেকে এখনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
