স্কলাস্টিকার বার্ষিক ক্রীড়া প্রদর্শনীতে শিশুর উচ্ছ্বাসে মুখর বনানী—গুলশান  :  দ্রুততম নারী শিরিন আক্তারের উপস্থিতিতে আয়োজন পেল বাড়তি প্রেরণা

Uncategorized খেলাধুলা জাতীয় ঢাকা বিনোদন বিশেষ প্রতিবেদন রাজধানী শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক  : শিক্ষার্থীদের শারীরিক–মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলী ও সুস্থ জীবনধারা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে স্কলাসটিকা স্কুলের গুলশান ও বনানী শাখা আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে সকাল থেকেই রঙিন পোশাক আর শিশুদের হাসির কলরবে জমে ওঠে অনুষ্ঠানস্থল।


বিজ্ঞাপন

শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয় নানামুখী প্রতিযোগিতায়—সংগীতের তালে শরীরচর্চা, দৌড়, দলগত প্রদর্শনীসহ নানা আকর্ষণীয় ইভেন্টে। মাঠজুড়ে ছিল শিশুসুলভ উচ্ছ্বাস, প্রাণবন্ত প্রতিযোগিতা আর অভিভাবকদের উচ্ছ্বসিত করতালি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের ১৬ বার ‘দ্রুততম নারী’ খেতাবজয়ী আন্তর্জাতিক দৌড়বিদ শিরিন আক্তার। তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে বাড়িয়ে দেয় বাড়তি অনুপ্রেরণা। শিশুদের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, নিয়মিত ক্রীড়াচর্চা আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ শেখায়—যা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে।


বিজ্ঞাপন

এ ছাড়া উৎসবমুখর এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন স্কলাসটিকা বনানী ও গুলশান জুনিয়র শাখার প্রিন্সিপাল সৈয়দা ফারদাহ্ ফারহানা আলম। তিনি বলেন, শিক্ষার্থীদের সমন্বিত বিকাশে ক্রীড়া অপরিহার্য, আর এ ধরনের আয়োজন তাদের মধ্যে দলগত চেতনা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।


বিজ্ঞাপন

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া শিক্ষক মোঃ আলাউদ্দিন, খালেদ হাসান সৌরভ এবং ইভেন্টস প্রধান রেহনুমা ওয়াসিম। তাঁদের পরিকল্পনা ও নেতৃত্বে সুশৃঙ্খল, আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় অনুষ্ঠানটির প্রতিটি ধাপ।

অতিথি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও ম্যানেজমেন্ট সদস্যদের সক্রিয় অংশগ্রহণে স্কলাসটিকার এ বছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিণত হয় এক প্রাণোচ্ছল মিলনমেলায়—যা সবার জন্য রেখে যায় স্মরণীয় এক দিন।

👁️ 39 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *