রাজধানীতে জমজমাট তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’ কম্পিউটার মেলা। ছয় দিনের এ মেলা উপলক্ষে নির্দিষ্ট পণ্য কিনলেই ক্রেতাদের নানা ধরনের উপহার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। রয়েছে মূল্যছাড়সহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগও। গতকাল সারাদিনই ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে মেলা প্রাঙ্গণে। মেলা থেকে সর্বনিম্ন ৫০০ টাকার পণ্য কিনলেই র‍্যাফল ড্রয়ের মাধ্যমে প্রতিদিন পুরস্কার পাওয়া যাচ্ছে।


বিজ্ঞাপন

মেলায় কিছু মডেলের আসুস ল্যাপটপ কিনলে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। এর পাশাপাশি স্ক্র্যাচকার্ডের মাধ্যমে সাইকেল, ল্যাপটপ, ফ্রিজ, টি-শার্টসহ নানা আকর্ষণীয় উপহার জেতার সুযোগও রয়েছে। অন্যদিকে, লেনোভো আইডিয়াপ্যাড ল্যাপটপ কিনলে ২ বছরের পরিবর্তে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাচ্ছে। এ ছাড়া থাকছে কুপনের মাধ্যমে নিশ্চিত ৫০০ টাকা থেকে ইলেকট্রনিক বাইক জেতার সুযোগ।

গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, ল্যাপটপ বা মনিটর কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার। উপহারের হিসেবে রয়েছে গেমিং চেয়ার, টি-শার্ট, কি-বোর্ড, মাউস, মগ, বই, নোটবুকসহ নানা ধরনের পণ্য। স্টার টেক, রায়ান্সসহ যেকোনো আউটলেট থেকে টেকনো ল্যাপটপ কিনলেই থাকছে নিশ্চিত ফ্রি গিফট- টেকনো ওয়াচ নিও বা টেকনো বাডস ৪। ইন্টেল-ভিত্তিক যেকোনো টেকনো ল্যাপটপ কিনলে ক্রেতা পাবেন টেকনো ওয়াচ নিও সম্পূর্ণ ফ্রি আর রাইজেন-ভিত্তিক ল্যাপটপ কিনলে থাকছে টেকনো বাডস ৪ ফ্রি।


বিজ্ঞাপন

এছাড়া, মেলায় রায়ান্স কম্পিউটারস থেকে পণ্য কিনলেই ক্রেতারা স্পেশাল মেগা র‍্যাফল ড্রয়ে অংশ নিতে পারবেন। ১৫ ডিসেম্বর ড্রয়ের আয়োজন করা হবে এবং ভাগ্যবান ক্রেতাদের এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, ওভেন, গেমিং চেয়ার, লেজার প্রিন্টারসহ প্রায় ১০০ ধরনের উপহার দেওয়া হবে। স্টার টেক থেকে যেকোনো মডেলের ল্যাপটপ কিনলে ব্যাগ, ব্লুটুথ হেডফোন, ওয়্যারলেস মাউস, ল্যাপটপ ক্লিনার, ওয়্যারলেস হেড ফোনসহ ক্যাশ ব্যাক ও ভাউচার পাওয়া যাবে। এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে স্টারলিংক কিট, মনিটর, বাইসাইকেলসহ বিভিন্ন উপহার মিলবে।


বিজ্ঞাপন

১৫ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতাদের নিশ্চিত উপহার দিচ্ছে ক্রিয়েটাস কম্পিউটার। উপহারের তালিকায় হেডফোন থেকে শুরু করে এয়ার কন্ডিশনার রয়েছে।

প্রতিবছরের মতো এবারও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য নানা ধরনের আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *