করোনায় পুলিশ আক্রান্তের সংখ্যা আরও বাড়ল

জাতীয় স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনার বিস্তার ঠেকাতে দায়িত্ব পালনকালে মঙ্গলবার পর্যন্ত ১৮৭৮ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মোট করোনা আক্রান্তদের মধ্যে ৮৬৫ জন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য। পুলিশ সদর দপ্তর সূত্র ইউএনবিকে এ তথ্য নিশ্চিত করেছে। এরমধ্যেই মারা গেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত সদস্য।


বিজ্ঞাপন

সূত্র জানায়, বর্তমানে ৪৯৬১ জন পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে আছেন। ১১৫৯ জন আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন। পাশাপাশি ২৯৮ জন পুরোপুরি সুস্থ হয়েছেন।

এদিকে মঙ্গলবার দুপুরে দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফ করে স্বাস্থ অধিদফতর। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংখ্যক ৯৬৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৬০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫০ জনে। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ২৪৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ১৪৭ জন করোনা রোগী।

মহামারি করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশব্যাপী যৌথভাবে কাজ করছে পুলিশ, সশস্ত্র বাহিনী, র‌্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় বাংলাদেশ পুলিশ ২৫০ শয্যার ইমপালস হসপিটাল ভাড়া করেছে।

পুলিশ সদস্যদের মধ্যে করোনা আক্রান্তের হার বাড়ায় সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম তিনটি ভেনটিলেটর ও এন৯৫ মাস্ক বাংলাদেশ পুলিশ হাসপাতালে প্রদান করেছেন।

সরকার সাধারণ ছুটি ১৬ মে পর্যন্ত বর্ধিত করলেও স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও মার্কেট ১০ মে থেকে খোলা রাখার অনুমতি দেয়।