
নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা) : বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ইউনিয়ন পর্যায়ে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটজ্ বাংলাদেশের আর্থিক ও কারিগরী সহযোগিতায় পরিচালিত কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)- এনগেজড প্রকল্পের উদ্যোগে আজ সোমবার ২৬ জানুয়ারি, সকাল ১০ টায় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে খোন্তাকাটা ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ইউনিয়ন সুশীল সমাজ সংগঠনের সদস্যদের উপস্থিতিতে কোডেক এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার ওজিফা নীলার সঞ্চালনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
সংলাপে ইউনিয়নের সূপেয় পানি ব্যবস্থা, খাল ভরাট সহ বিভিন্ন সমস্যা এবং জলবায়ু ও পরিবেশগত পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দলীয় পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান, এলাকার মানুষ জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে রয়েছে এবং এতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

তারা সবাইকে দলমত নির্বিশেষে গ্রাম পর্যায়ে জলবায়ু সহনশীল সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে খোন্তাকাটা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা তুহিন মিত্র, সমাজকর্মী মোঃ মিজানুর রহমান, সিএসও সদস্য সুপ্তি বেগম, সিপিপি সদস্য সাদিয়া আক্তার, সাংবাদিক নইন আবু নাঈম তালুকদার বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, এককভাবে সব সমস্যার সমাধান সম্ভব নয়, তাই সমষ্টিগত উদ্যোগ এবং সামাজিক সচেতনতার মাধ্যমে এলাকায় উন্নয়ন নিশ্চিত করতে হবে।
