মিরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সদস্যদের মাঝে পিপিই বিতরণ

রাজধানী

এসএম আর শহিদ : রাজধানীর মিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে আজ শনিবার ২৩ মে, দুপুরে প্রেসক্লাবের প্রত্যেক সদস্যদের মাঝে পিপিই বিতরণ করেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে সাংবাদিকরা যখন জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সঠিক খবরগুলো পাচ্ছে। পেশাগত দায়িত্ব পালনে যে সব সাংবাদিকরা মাঠে কাজ করছেন, তাদের জন্য পিপিই বিতরণের উদ্যোগ নেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শফিকুর রহমান পলাশ। উক্ত পিপিই বিতরণে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মোল্লা, প্রচার সম্পাদক মারুফ হায়দার, সাংগঠনিক সম্পাদক প্রান্ত পারভেজ। মিরপুর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শফিকুর রহমান পলাশ বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে বাংলাদেশের সাধারণ মানুষ সঠিক খবরগুলো পাচ্ছে। অথচ তাদের সুরক্ষার জন্য কেউ উদ্যোগ নিচ্ছে না। এটি পরিলক্ষিত হওয়ায় তিনি যারা মাঠে কাজ করছে- তাদের পিপিই বিতরণের উদ্যোগ নেন। আগামীতে সাংবাদিকদের দুর্দিনে পাশে থাকার কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মিরপুরের অন্যান্য নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 12 News Views