আওয়ামী লীগের আরো এক এমপি করোনায় আক্রান্ত

জাতীয় জীবন-যাপন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি হলেন দ্বিতীয় সংসদ সদস্য যিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর আগে নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন।


বিজ্ঞাপন

সংসদ সদস্যের বড় ভাই ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, পাঁচ দিন আগে আমার ছোট ভাইয়ের কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তারপর থেকে সে বাসায়তেই চিকিৎসা নিচ্ছে। এখন ভালো আছে।


বিজ্ঞাপন

এবাদুল করিম বিকন সংসদ সদস্য ছাড়াও দেশের শীর্ষস্থানীয় ব্যাবসায়ী। তিনি বিকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও বিকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিকন ফার্মা বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত একটি কোম্পানি।


বিজ্ঞাপন
👁️ 2 News Views