ডিবির অভিযানে ৪,০০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফকিরাপুলে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ রুবেল (৩০) বলে জানা গেছে। গোয়েন্দা দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ জানান, বৃহস্পতিবার বিকালে পল্টন থানাধীন ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। উক্ত ইয়াবাগুলো তিনি কক্সবাজার জেলা থেকে সংগ্রহ করেছিল ঢাকা মহানগরীতে বিক্রয় করার জন্য। তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 6 News Views