নিজস্ব প্রিতেবদক : স্বাধীনতার পরে বাংলাদেশ বেতার ঢাকার প্রথম আঞ্চলিক পরিচালক, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানী- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বিসিএস তথ্য সাধারণ বেতার কর্মকর্তা কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি মো: নজরুল ইসলাম ও সাধারন সম্পাদক সায়েদ মোস্তফা কামাল।

শোকবার্তায় সভাপতি বলেন, বাংলাদেশের ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশে তাঁর অবদান জাতি পরম শ্রদ্ধায় স্মরণ করবে।
সভাপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

👁️ 5 News Views

