নিজস্ব প্রতিবেদক : ২৬/১১/২০২০ নাটোর জেলা জাতীয় পার্টির নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিত সভা, নাটোর জেলা অস্থায়ী কার্যালয় বনপড়া অনুষ্ঠিত হয়, চেয়ারম্যান জি,এম কাদের মহোদয়ের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ৫১ সদস্য এর আহবায়ক কমিটি ব্যাক্ত করেন। উক্ত পরিচিত সভায় নাটোর জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

👁️ 9 News Views
