৩ ছিনতাইকারী গ্রেফতার

সিলেট

নিজস্ব প্রতিনিধি : বৃ্হস্পতিবার ধোপাদিঘীরপাড়স্থ সীমান্তিক হাসপাতাল সংলগ্ন গলির ভিতরে মাজারের সামনে পাকা রাস্তার উপর ০৪ জন ছিনতাইকারী ভ্যানগাড়ীতে ফেরি করে তরিতরকারি বিক্রেতার গলায় ধারালো চাকু ধরে ভয়ভীতি প্রদর্শন এবং ত্রাস সৃষ্টি করে মোবাইল সেট ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরপরই সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সেলিম মিঞা সাহেবের দিক নির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ জহিরুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ বৃ্হস্পতিবার ধোপাদিঘীরপাড়স্থ সীমান্তিক হাসপাতাল সংলগ্ন গলির ভিতরে মাজারের সামনে পাকা রাস্তার উপর ০৩ জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত ছিনতাকারীর নিকট হইতে ছিনতাইকাজে ব্যবহৃত ০২টি ধারালো চাকু ও ছিনতাইকৃত নগদ ৫০০/- টাকা উদ্ধার করা হয়। ঘটনার বিষয়ে মোঃ জীবন মিয়া (২৪) বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৭২, তাং-৩১/১২/২০২০খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন সংশোধনী ২০১৯ এর ৪/৫ রুজু করা হয়। উক্ত মামলায় ধৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।


বিজ্ঞাপন

আটককৃত আসামীদের নাম ঠিকানা:
১। আল আমিন আহমদ @ আল আমিন (২০) পিতা- আবুল হোসেন, মাতা-শাহানারা বেগম, সাং- রনিখাই, খালেরমুখ, কোটাই মিয়ার বাড়ী, থানা-গোলাপগঞ্জ, জেলা-সিলেট, বর্তমান-শাহী ঈদগাহ, চাঁনমারিটিলা, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট।
২। মোঃ রনি (২৪) পিতা- নাসির, মাতা-হোসনা বেগম, স্ত্রী-আয়শা বেগম, সাং-কামলামোড়া, মোকন্দপুর, আহমদ সর্দারের বাড়ী, থানা-বিজয়নগর, জেলা-বি-বাড়ীয়া, বর্তমানে- শাহী ঈদগাহ, ন্যাশনাল মেগা শপের পাশে নিপু ভাইয়ের বাসা, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট।
৩। নূর ইসলাম @ ইমন (২০) পিতা- মৃত সোলাইমান মিয়া, মাতা- সালমা বেগম, সাং-আশকন্তা, থানা-লাকসাম, জেলা- কুমিল্লা, বর্তমানে- চারাদিঘীরপাড়, আল আমিন-৭, ফয়সল মিয়ার বাসা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।