অপহরণ মামলার ১ আসামী আটক ও ভিকটিম উদ্ধার

সিলেট

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার সকাল অনুমান ১০.১০ ঘটিকার সময় ভিকটিম (১৭) এর মা (৫০) থানা-দিরাই, জেলা-সুনামগঞ্জ বর্তমানে থানা- জালালাবাদ, জেলা-সিলেট কর্তৃক অভিযোগ দায়ের এর প্রেক্ষিতে জালালাবাদ থানার মামলা নং-২৯ তাং-২৬/০১/২০২১ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০(সংশোধনী-২০০৩) এর ৭ রুজু হয়। উক্ত মামলার বাদীনির নাবালিকা মেয়ে (১৭) কে গত ২৪/০১/২০২১ইং তারিখ সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকার সময় জালালাবাদ থানাধীন বর্তমান ঠিকানার বাড়ী হইতে মামলার এজাহারনামীয় আসামী অলক তালুকদার(১৯)পিতা-মৃত অনিল তালুকদার, সাং-সমিপুর, থানা-দিরাই জেলা-সুনামগঞ্জ, বর্তমানে সাং-আখালিয়া নোয়াপাড়া, বন্ধন বি বাসা নং-১৪, জনৈক আশরাফের কলোনী, থানা-জালালাবাদ, জেলা-সিলেট অপহরণ করিয়া নিয়া যায় মর্মে বাদীনির অভিযোগে উল্লেখ করেন। তৎপ্রেক্ষিতে অদ্য ২৬/০১/২০২১ইং তারিখ দুপুর অনুমান ১২:১০ ঘটিকার সময় জালালাবাদ থানার এসআই(নিরস্ত্র) মোঃ আশরাফুল সিদ্দিক সঙ্গীয় অফিসার ফোর্সসহ জালালাবাদ থানাধীন আসামীর বর্তমান ঠিকানা আখালিয়া নোয়াপাড়া, বন্ধন বি বাসা নং-১৪, জনৈক আশরাফের কলোনী হইতে এজাহারনামীয় আসামী অলক তালুকদার(১৯)কে গ্রেফতার করেন এবং তাহার হেফাজতে থাকা বাদীনির নাবালিকা মেয়ে (১৭) কে উদ্ধার করেন। ভিকটিম বর্তমানে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন আছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে। বিষয়টি অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

 

👁️ 11 News Views