আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচিতে প্রোগ্রাম হেড হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এডিএস’র নির্বাহী পরিচালক

শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিনিধি : মোহাম্মাদ খলিলুজ্জামান (শিহাব) বাস্তবায়নকারী সংস্থা সেভ দ্যা কান্ট্রি প্রস্তাবনায় সিরাজগঞ্জ জেলায়-আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি’র প্রোগ্রাম হেড হিসেবে খন্ডকালীন দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি একজন উন্নয়ন কর্মী হিসেবে ২৫ বছরের অভিজ্ঞতায় সিক্ত স্বনামধন্য ব্যক্তি। এসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এন্ড সোশ্যাল ওর্য়াক (এডিএস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশের ৬টি জেলায় শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু ইত্যাদি কর্মসূচি উপর সততা ও নিষ্ঠার সাথে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তার সফল নেতৃত্বে ইতোধ্যে তিনি সুধীমহল কর্তৃক ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। মোহাম্মদ খলিলুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান ও আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যায়, চট্টগ্রাম থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশের ৬৪ জেলায় ৯ লাখ স্কুল বহির্ভূত ঝরে পড়া (৮-১৪ বয়সী) শিশুদের উপানুষ্ঠানিক শিক্ষা পদ্ধতির প্রাথমিক শিক্ষা প্রদান এবং তাদেরকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে বেসরকারি উন্নয়ন সংস্থা সমূহের মাধ্যমে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচি চালু হয়েছে। সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা সহ বেলকুচি, কাজীপুর ও কামারখন্দ উপজেলায় মোট ২৮০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কর্মসূচি বাস্তবায়ন করবে সেভ দ্যা কান্ট্রি। এই স্কুলগুলির মাধ্যমে প্রায় ৮৪০০ জন শিক্ষার্থী লেখাপড়ার সুযোগ পাবে। শিক্ষার্থীরা ৪২ মাস মেয়াদান্তে লেখাপড়া শেষে আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় ফিরে দেয়া হবে এবং কিছু অংশকে কারিগরী দক্ষতায় দক্ষ করে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত করা হবে। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় বলিষ্ঠ হাতে হাল ধরতে এবং দেশ গড়ার কারিগর হিসেবে অংশীদারিত্ব রাখতেই বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্যা কান্ট্রি খলিলুজ্জামান কে প্রোগ্রাম হেড হিসেবে দায়িত্¦ প্রদান করেন।


বিজ্ঞাপন