কষ্টি পাথরের মূর্তিসহ আটক ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বগুড়ায় র‌্যাব-১২ এর অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের একটি বিষ্ণ মূর্তিসহ আটক এক চোরাচালান কারবারী করা হয়।


বিজ্ঞাপন

বুধবার (১৯ মে, ২০২১) বিকেলে র‍্যাব-১২ এর নিকট একটি গোয়েন্দা তথ্য আসে। তথ্যানুযায়ী, বগুড়ার শিবগঞ্জ এলাকায় কতিপয় চোরাচালান কারবারি কষ্টিপাথরের একটি বিষ্ণ মূর্তি হাতবদল করতে যাচ্ছে। বিলম্ব না করে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে চলে র‍্যাব-১২ এর একটি অপারেশন টিম।

বিকেল ০৪.৪৫ ঘটিকার দিকে বগুড়ার শিবগঞ্জ এলাকায় শুরু হয় গোয়েন্দা তৎপরতা। এক পর্যায়ে কষ্টি পাথরের মূর্তিটির হাতবদল শুরু হলে ধাওয়া করা হয় চোরাচালান কারবারিদের। আটক করা হয় ০১ চিহ্নিত চোরাচালান কারবারিকে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় *০১ টি কষ্টি পাথরের বিষ্ণ মূর্তি, যাহার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা*।


বিজ্ঞাপন
👁️ 5 News Views