রামুতে বার্মিজ ইয়াবা উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : দেশে বিরাজমান কঠোর লকডাউনের কারণে থ্রি হুইলার এবং যাত্রী বহনকারী ছোট যানবাহন রাস্তায় চলাচল করছে না বিধায় পণ্য পরিবহনকারী ট্রাক, লরি এবং অন্যান্য যানবাহনের মাধ্যমে ইয়াবা পাচারের সম্ভাবনা থেকে যায়। অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৫৮০৩ লেঃ কর্নেল ইব্রাহীম ফারুক, এএসসি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, সাতক্ষীরা থেকে টেকনাফে মালামাল নিয়ে আসা একটি ট্রাক ফিরতি পথে (যশোর ট-১১-৩২১২) প্রচুর পরিমাণ ইয়াবার চালান নিয়ে সাতক্ষীরা গমন করবে। উক্ত তথ্যের উপর ভিত্তি করে অত্র ব্যাটালিয়নে অধিনায়ক ২ জুলাই ২০২১ তারিখ আনুমানিক ০৭০০ ঘটিকায় মরিচ্যা যৌথ চেকপোষ্টে গমন করেন এবং মরিচ্যা বাজারে ও মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশী কার্যক্রম জোরদার করেন। পরবর্তীতে মরিচ্যা যৌথ চেকপোষ্টে আনুমানিক ০৮৩০ ঘটিকায় ট্রাকটি আসলে তল্লাশীর জন্য থামানো হয়। অধিনায়ক কর্তৃক ট্রাক ড্রাইভার মোঃ আবু বক্কর সিদ্দিক (২৬), পিতা-মুকুল সরদার, গ্রাম-দেবনগর, পোষ্ট-জোগরাজপুর, থানা+জেলা সাতক্ষীরাকে ইয়াবা পাচারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে তা অস্বীকার করে। এতদপ্রেক্ষিতে মরিচ্যা যৌথ চেকপোষ্টে কর্তব্যরত বিজিবি সদস্যদের দ্বারা তাকে এবং তার ট্রাকটি পুঙ্খানুপুঙ্খ তল্লাশী করা হলে ট্রাকের ছাদে একটি ত্রিপলের ভিতরে বিষেশভাবে লুকায়িত অবস্থায় ৯০,০০,০০০/- টাকা মূল্যের ১১ প্যাকেটে ৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা, ৩০,০০,০০০/- টাকা মূল্যের ০১ টি ট্রাক এবং ১,০০০/- টাকা মূল্যের ০১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে (বাংলাদেশী নাগরিক) জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, ট্রাক এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 10 News Views