যশোরে ইয়াবাসহ গ্রেফতার ২

অপরাধ

মো. সুমন হোসেন, যশোর : গতকাল শুক্রবার ১৩ আগস্ট, ডিবি পুলিশ যশোরের এসআই (নিঃ) মো. আরিফুল ইসলাম, এসআই (নিঃ) রইচ আহমেদ, এএসআই (নিঃ) নিরমল কুমার ঘোষের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ টা ৪৫ মিনিটে যশোর কোতয়ালী মডেল থানাধীন সদরকোর্ট টু চাঁচড়া গামী মুজিব সড়কের রেলগেট পশ্চিমপাড়াগামী গলির ভিতর জনৈকা গুলশান আরা, স্বামীমৃত- মুন্না এর বসতবাড়ীর সামনের গলি পথের উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাহার @ নুর নাহার(৫২), স্বামী-মৃত মনোয়ার হোসেন বাবলা এবং মনির হোসেন অন্তর(৩০), পিতা-মনোয়ার হোসেন বাবলা, মাতা-নাহার @ নুর নাহার, উভয় সাং-চাঁচড়া রায়পাড়া (কয়লা পট্টি), বর্তমান সাং-গুলশান আরা, স্বামী-মৃত মুন্না, সাং-রেলগেট পশ্চিমপাড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর দ্বয়কে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে । উদ্ধারকৃত আলামতের মূল্য ৩০,০০০/- টাকা।


বিজ্ঞাপন

যশোর ডিবি পুলিশের একটি সুত্র জানায় গ্রেফতার কৃত ১ নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ৫ টা মাদক মামলা ও ২ নং আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ০৩ টা মাদক মামলা রয়েছে।

এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ রইচ আহমেদ বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করিলে কোতয়ালী থানার মামলা নং-৬০, তাং-১৩/০৮/২১ ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়।


বিজ্ঞাপন
👁️ 10 News Views