পুনাকের উদ্যোগে রেইনকোট বিতরণ

অপরাধ

আজকের দেশ রিপোর্ট : বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে রাজধানীতে দরিদ্র রিকশাচালক, ফেরিওয়ালা, ভ্যানগাড়ির চালক ও গরিব মানুষের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার পুনাকের সভানেত্রী জীশান মীর্জা প্রতিষ্ঠানটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে রেইনকোট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

ওই অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, পুনাক সব সময় নিজেদের গণ্ডির বাইরে গিয়ে সময়ের প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রেইনকোট বিতরণ কার্যক্রম সেই মানবিক কার্যক্রমেরই একটি অংশ।

এই বৃষ্টিতে আমাদের আশপাশের অনেক কর্মজীবী মানুষ কষ্ট করছেন। বৃষ্টি-ঝড়ঝাপ্টা উপেক্ষা করেই তাঁদের পেটের দায়ে কাজ করতে হয়।

সমাজের যাঁরা সচ্ছল আছেন, সবাই এগিয়ে এলে এই মানুষগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব করা সম্ভব হবে।
পুনাকের কাছ থেকে অপ্রত্যাশিতভাবে রেইনকোট পেয়ে সবাই খুশি হন। তাঁরা পুনাকের এমন মানবিক কার্যক্রমের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।