দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতীয় পার্টির সাথে PEAM (commonwealth pre election assessment mission) সভা অনুষ্ঠিত

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : গতকাল  সোমবার, ২৭ অক্টোবর, দুপুরে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির প্রতিনিধির সাথে PEAM এর সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

বৈঠকে জাতীয় পার্টির পক্ষে প্রতিনিধিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশের ৫০ ভাগেরও বেশী মানুষের প্রতিনিধিত্বশীল দলগুলো ছাড়া যে সংস্কার হচ্ছে তা টেকসই হবে না।

এই সরকার এক তরফা নির্বাচন করার পায়তারা করছে। সুষ্ঠু অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন করার সদিচ্ছা এবং সক্ষমতা এই সরকারের নাই। সরকার যদি একতরফা নির্বাচন করে তাহলে দেশে স্থিতিশীলতা আসবে না। দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে এবং দেশে দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।


বিজ্ঞাপন

পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। সাধারণ জনগনের আস্থা অর্জন করতে পারে নাই।


বিজ্ঞাপন

এই অবস্থায় ভোট হলে ভোটের আগে পরে এবং ভোটের দিন সংঘাত হতে পারে। জাতীয় নির্বাচন একটি সমষ্টিগত প্রক্রিয়া। সকল দলের অংশগ্রহণের পাশাপাশি সরকার, ঐক্যমত কমিশন, নির্বাচন কমিশনের সমন্বিত সৎ ও নিরপেক্ষ উদ্যোগের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনই দেশকে এই মহা সংকট থেকে উত্তরনের পথে নিয়ে যেতে পারে।

জাতীয় পার্টির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী,প্রেসিডিয়াম সদস্য – আলমগীর সিকদার লোটন, ইন্জিনিয়ার ইকবাল হোসেন তাপস ও মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা – মেজর মাহফুজুর রহমান ( অব:)

PEAM এর পক্ষে উপস্থিত ছিলেন, মিঃ লিনফোর্ড অ্যান্ড্রুজ, উপদেষ্টা এবং প্রধান, নির্বাচনী সহায়তা বিভাগ (ESS),ডঃ দিনুষা পণ্ডিতরত্ন, উপদেষ্টা এবং প্রধান, এশিয়া মিসেস ন্যান্সি কানিয়াগো, আইনি উপদেষ্টা, মিঃ সার্থক রায়, সহকারী গবেষণা কর্মকর্তা, মিসেস ম্যাডোনা লিঞ্চ, এক্সিকিউটিভ অফিসার, ইএসএস।

👁️ 363 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *