মুন্সীগঞ্জে ভুয়া ডেন্টিস্টকে ১৬০০০ টাকা জরিমানা

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

হক মেডিকেল হল নামক ফার্মেসিতে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন করা হচ্ছে এবং ফার্মেসির মালিক ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে নিজের নামে প্যাড ছাপিয়ে চিকিৎসা করছেন।
বিসমিল্লাহ ডেন্টাল কেয়ারে দেখা যায় যে, ডেন্টিস্ট না হয়েও একজন ব্যক্তি নিজেকে ডেন্টিস্ট পরিচয় দিয়ে দাতের চিকিৎসা করছেন।
মা বাবার দোয়া স্টোরে দেখা যায় যে, পন্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।

প্রতিষ্ঠান ৩টিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১৬,০০০/- জরিমানা করা হয়।

গজারিয়া থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।