যশোরে ডিবি’র ওসির সাফল্য

অপরাধ

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ১ সদস্য গ্রেফতারসহ ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : জানা গেছে পুলিশ সুপার, যশোর এর দিকনির্দেশনায় ওসি ডিবি, যশোর রুপন কুমার সরকার পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে বেনাপোল পোর্ট থানার মামলা নং-২১, তাং-১৭/০৭/২০২০ খ্রিঃ, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার এসআই সোলাইমান আক্কাস, এসআই শামীম হোসেন, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা চৌকস টিম বরিশাল বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে, মামলার ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য আসামী মনিরুজ্জামান @ জামালকে গ্রেফতার করেন এবং তার দখল হতে চোরাই সন্দিগ্ধ ৫ টা মোটরসাইকেল উদ্ধার করেন।

মামলার ঘটনা হলোঃ মামলার বাদীর দুটো FZS ভার্সন-২ মোটরসাইকেল ১৫ জুলাই কলাপসিবল গেটের ভিতর তালা দিয়ে রাখে এবং ১৬ জুলাই, সকালে উঠে দেখে কলাপসিবল গেটের তালা ভেঙ্গে গাড়ী দুটো অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।


বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা ইতোমধ্যে মামলার ঘটনায় জড়িত আসামী নিলয় মন্ডল তীর্থকে ১ মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন এবং আসামী বিজ্ঞ আদালতে কাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামী মনিরুজ্জামান @ জামাল একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

তারা যশোর জেলাসহ বাংলাদেশের বিভিন্ন জেলাসমূহে মোটরসাইকেল চুরি করিয়া দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে ও সরাসরি ক্রয় বিক্রয় করে।

গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা যথাক্রমে, মোঃ মনিরুজ্জামান @ জামাল (৪০), পিতামৃত- আব্দুল গনি মিয়া, সাং- কাউনিয়া (২নং ওয়ার্ড), থানা- কাউনিয়া, জেলা- বরিশাল। উদ্ধারকৃত আলামত হিসেবে ৫ টি চোরাই মোটরোসাইকেল উদ্ধার হয়েছে ।

 

👁️ 4 News Views