সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে বাবা ইন্তাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়ার (২১) মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইন্তাজ আলী গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ও ফিরোজ মিয়া নিহত ইন্তাজ আলীর ছেলে।এলাকাবাসী জানায়, দুপুর ১২ টার সময় বৃষ্টির মধ্যে সেচ পাম্পের তার ছিড়ে গেলে তা ছেলে মেরামত করতে গেলে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়েন। ছেলেকে ধরা মাত্র বাবাও বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মুঠোফোনে কথা হলে পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করেন।

👁️ 18 News Views
