- নিজস্ব প্রতিনিধি ঃ গত শনিবার ১৬ এপ্রিল সাড় ৯ টায় চট্টগ্রামের ডিবি দক্ষিণ বিভাগের ২২ নং টীম নগরীর পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০০ পিস ইয়াবাসহ নুরতাজা আক্তার @ ফিরোজা কে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে সে জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলো সে কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানাধীন তারাবনিয়ার ছড়া এলাকার বিভিন্ন উৎস হতে কম দামে সংগ্রহ করে বিশেষ কৌশলে চট্টগ্রাম শহরে এনে চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বেশি দামে বিক্রয় করার জন্য নিজের দখলে ও হেফাজতে রেখে উল্লেখিত ঘটনাস্থলে অবস্থান করছিল।
👁️ 7 News Views
