নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক খুলনায় বিশ্ব নিরাপদ খাদ্য দিবস ২০২২ পালিত

Uncategorized স্বাস্থ্য

মামুন মোল্লা (খুলনা) ঃ “নিরাপদ খাদ্য সুস্থ স্বাস্থ্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ৭ জুন, খুলনায় বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২২ পালিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২২ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খুলনা এর আয়োজনে এবং বিভাগীয় প্রশাসন, খুলনা এর সহযোগিতায় প্রথম বারের মত বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার এর কার্যালয়, খুলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকদার শাহীনুর আলম, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরাইয়া সাইদুন নাহার, নিরাপদ খাদ্য অফিসার, খুলনা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নিরাপদ খাদ্য বিষয়ে আমাদের ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে, সেলক্ষ্যে নিরাপদ খাদ্যের শিক্ষা দিতে হবে পরিবার থেকে। তবেই আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পারব। আগামী প্রজন্মকে সুস্থ, সবল ও উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই৷
সবশেষে তিনি বিভাগীয় পর্যায়ে দিবসটি পালনের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান এবং বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২২ এর সফলতা কামনা করেন।

👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *