বায়ু দূষণে ঢাকা সপ্তম

এইমাত্র জাতীয় জীবন-যাপন ঢাকা

নিজস্ব প্রতিবেদক : দূষণের কারণে রাজধানী ঢাকার বাতাসের মানের চরম অবনতি হয়েছে। বুধবার সকাল ১১টা ৩৫ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৪৪ স্কোর নিয়ে সবচেয়ে খারাপের দিক দিয়ে বিশ্বে সপ্তম অবস্থানে পৌঁছেছে ঢাকা। খবর-ইউএনবি।


বিজ্ঞাপন

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়। একিউআই সূচকে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান দূষিত।

সারা বছরই ঢাকার বাতাস দূষিত থাকে। তবে গ্রীষ্মকালে এ অবস্থার চরম অবণতি ঘটলেও বর্ষায় কিছুটা উন্নতি হয়।


বিজ্ঞাপন
👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *