নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ২৬ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, রাজশাহী মহোদয় এর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম অালী এঁর নেতৃত্বে রাজশাহী জেলার তানোর উপজেলায় কৃষ্ণপুর বাজারে তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ১২,০০০ টাকা জরিমানা ও সতর্ক করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ব্যবসা করতে নির্দেশনা দেয়া হয়।
উক্ত অভিযানে তানোর থানা পুলিশের একটি চৌকশ টিম নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

👁️ 5 News Views
