আরএমপি’র স্টেকহোল্ডার (অংশীজন) গণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে বেলা ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র স্টেকহোল্ডার (অংশীজন) গণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক। এসময় পুলিশ কমিশনার স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করেন। সভায় উপস্থিত স্টেকহোল্ডার (অংশীজন) গণ বিভিন্ন সেবা প্রাপ্তি আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়ে মতামত প্রদান করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, সিআইডি, পিবিআই, নৌ পুলিশ, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, বাংলাদেশ মহিলা পরিষদ, এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), সভাপতি, জাতীয় আদিবাসী পরিষদ, মেরী স্টোপস, ফাউন্ডেশন ফর ওমেন এন্ড চাইল্ড এ্যাসিসটেন্স, ইউসেফ, টেকনিক্যাল স্কুল, সন্তোশপুর, পবা, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ সংবাদ সংস্থা, অর্গানাইজেশন ফর লিগ্যাল এ্যাসিসটেন্স, সম্পাদক, দৈনিক সোনার দেশ, রাজশাহী’র প্রতিনিধিগণ।


বিজ্ঞাপন
👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *