শেখ রাসেল দিবসে আরএমপি’র পুলিশ কমিশনারের শ্রদ্ধা নিবেদন

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১৮ অক্টোবর ‌শেখ রাসেল দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রসেল এর জন্মদিন।

দিবসটি উপলক্ষ্যে শিল্পকলা একাডেমি রাজশাহীতে শেখ রাসেলের প্রতিকৃতিতে যথাযোগ্য মর্যাদায় শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।

পরবর্তীতে তিনি বিভাগীয় ও জেলা প্রশাসন রাজশাহী’র উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালীতে অংশ নেন। এরপর তিনি জেলা শিল্পকলা একাডেমিতে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিতি ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম-সহ আরএমপি’র ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন
👁️ 7 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *