নাটোরের বামাতিপাড়া থানা পুলিশের অভিযান : সেনাবাহিনীর ব্যবহৃত সামগ্রী ও নগত ১,৯৪০০০ টাকা সহ ২ জন গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় রাজশাহী সারাদেশ

গ্রেফতারকৃত ২ জন অভিনব প্রতারক।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি  : নাটোরের বাগাতিপাড়া থানা পুলিশের অভিযানে তক্ষক, ফিল্ড ক্যাপ,ওয়াকিটকি, সেনাবাহিনীর আইডিকার্ড, সেনাবাহিনীর নিয়োগের সিল, সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগপত্র এবং  নগত ১,৯৪০০০ টাকা সহ ২ জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে,  পুলিশ সুপার, নাটোর সার্বিক দিক-নির্দেশনায় বাগাতিপাড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে  ২টি ধুসর বর্ণের তক্ষক, ১টি সেনাবাহিনীর ব্যবহৃত ফিল্ড ক্যাপ,  একটি ওয়াকিটকি, বাংলাদেশ সেনাবাহিনীর আইডি কার্ড,  বাংলাদেশ সেনাবাহিনীর পদধারী বিভিন্ন অফিসারের নাম সম্বলিত ৪টি ভিজিটিং কার্ড  সহ নিয়োগপত্রে ব্যবহৃত বিভিন্ন ধরণের ১০টি সীল, একটি মোবাইল ফোন, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগপত্র ১ (এক) পাতা, একটি ধুসর রংয়ের ব্যাগে রক্ষিত সর্বমোট ১,৯৪,০০ (এক লক্ষ চুরানব্বাই হাজার) টাকা আলামতসহ ২ জনকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *