নড়াইলে মাইকে ঘোষণা দিয়ে দু’পক্ষের সংঘর্ষ, সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ আটক ৪

Uncategorized অন্যান্য অপরাধ অর্থনীতি আইন ও আদালত আন্তর্জাতিক এইমাত্র কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় জীবন-যাপন দুর্ঘটনার সংবাদ প্রশাসনিক সংবাদ মানবিক খবর রাজনীতি

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের কালিয়ায় আগে থেকে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে নামে দুই পক্ষ। এই সংঘর্ষ চলাকালে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোরে কালিয়া উপজেলার খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করে সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী নড়াইল ক্যাম্প এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত ব্যক্তিরা হলেন,কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০), আব্দুস সবুর বিশ্বাসের ছেলে ইয়াত আলী বিশ্বাস (৩০), আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩৪) এবং মৃত রউফ জোমাদ্দারের ছেলে বাদশা জোমাদ্দার (৪৬)। স্থানীয় সূত্রে জানা যায়,কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে শেখ ও মোল্যা পক্ষের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শেখ পক্ষের মিলন শেখ খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে মোল্যা পক্ষের লোকজনের বিরুদ্ধে। রাতে দুই পক্ষ ঘোষণা দিয়ে সকালে সংঘর্ষে জড়ানোর সময় নির্ধারণ করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযান চালিয়ে একটি স্কোপ গানসহ বিপুল পরিমাণ রামদা,ছুরি,কুড়াল,দা, ঢাল,বল্লম,চাইনিজ কুড়াল,চাপাতি জব্দ করে চার জনকে আটক করে সেনাবাহিনী। এদিন জব্দ করা অস্ত্রসহ ওই চারজনকে নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *