ভিবিডি পটুয়াখালীর নেতৃত্বে জলবায়ু সচেতনতায় ক্যাম্পেইন

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন মানবিক খবর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (পটুয়াখালী) : আজ ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি), পটুয়াখালী শাখার উদ্যোগে পটুয়াখালী কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ও নদীর পাড়ে জলবায়ু সচেতনতামূলক ক্যাম্পেইন “Climate Care” সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় জনগণকে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্লাস্টিক-পলিথিন বর্জনের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।


বিজ্ঞাপন

ক্যাম্পেইনে ভলান্টিয়াররা লঞ্চ টার্মিনাল ও নদীর পাড়ে ব্যাপকভাবে লিফলেট বিতরণ করেন, সচেতনতামূলক পোস্টার স্থাপন করেন এবং প্লাস্টিক দূষণ রোধে জনসাধারণকে উদ্বুদ্ধ করেন। এছাড়াও, জলবায়ু ন্যায়বিচারের দাবিতে ভলান্টিয়াররা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে সরব হয়েছিলেন, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ক্যাম্পেইনটি নেতৃত্ব দেন ভিবিডি পটুয়াখালীর জেলার এইচ আর অফিসার সিয়াম রহমান ও শাকিল হাওলাদার। সিয়াম রহমান তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় সম্প্রদায়ের সচেতনতা অপরিহার্য। আমাদের এই প্রচেষ্টা পটুয়াখালীবাসীকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করবে বলে আমরা আশা করি।”


বিজ্ঞাপন

এদিকে শাকিল হাওলাদার যোগ করেন, “নদী ও সমুদ্রের প্লাস্টিক দূষণ রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই ক্যাম্পেইন শুধু সচেতনতা বৃদ্ধিই নয়, বরং একটি টেকসই ভবিষ্যৎ গড়ার দিকে আমাদের যাত্রা।”


বিজ্ঞাপন

লঞ্চ টার্মিনালের এক দোকানি রহিমা বেগম বলেন, “ভলান্টিয়ারদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আমাদের বুঝিয়েছেন কিভাবে ছোট ছোট পদক্ষেপে পরিবেশ রক্ষা করা যায়।”

ভিবিডি পটুয়াখালীর পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু সুরক্ষা ও পরিবেশ সংরক্ষণে এই ধরনের ক্যাম্পেইন জেলার অন্যান্য স্থানেও চালিয়ে যাওয়া হবে। আগামী মাসে উপকূলীয় এলাকায় বৃক্ষরোপণ ও ক্লিন-আপ ড্রাইভের পরিকল্পনা রয়েছে।

এই কার্যক্রমে স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করা হয়েছে। ভিবিডির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয় যারা এই মহৎ উদ্যোগে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র ও যোগাযোগ  : ভলান্টিয়ার ফর বাংলাদেশ – পটুয়াখালী জেলা শাখা, ইমেইল: seeam.rahman@vbd.com.bd। 

👁️ 4 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *