ছন্দনাইশ বরকলে একাধিক মামলার আসামি অধরা  : ছাএলীগ নেতা মারুফ সক্রিয় সহযোগীরা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর চট্টগ্রাম বিশেষ প্রতিবেদন সারাদেশ

ছন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:  : চট্টগ্রামের ছন্দনাইশ উপজেলা বরকল ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড একাধিক মামলার আসামি মো: মারুফ পুলিশের চোখ ফাঁকি দিয়ে অধরাই রয়েছে। তার সহযোগিরা এলাকায় বহাল তবিয়তে রয়েছে। এলাকার লোকজন মধ্যে আতংক বিরাজ করছে।


বিজ্ঞাপন

দীর্ঘদিন মারুফ আওয়ামী লীগ রাজনীতি জড়িত থেকে বহু অপকর্মে জড়িত ছিল। এমনকি নিরীহ লোকজনের ঘর বাড়ি দখল- বেদখল উচ্ছেদ, মানুষকে মারধর সহ নানান অভিযোগ রয়েছে।

ক্ষমতার অপব্যবহার করে হামলা – মামলা চালাই, এমনকি অগ্নি সংযোগ ঘটনা ঘটনা ঘটিয়ে বিগত সময়ে এলাকায় এাসের রাজত্ব কায়েম করে। তার বিরুদ্ধে ছন্দনাইশ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তার কাগজ প্রতিবেদকে হাতে রয়েছে। এছাড়া বেশ কয়েকটি থানার অভিযোগ এর কফি রয়েছে।


বিজ্ঞাপন

এলাকার লোকজনের সাথে কথা বলে জানা যায় মারুফ এর সাথে বিগত ফ্যাসিট আওয়ামী লীগ এর এমপি মন্রী নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী সভাপতি, সাধারণ সম্পাদক যুবলীগ ছাত্র লীগ সভাপতি, সাধারণ সম্পাদক সাথে মিছিল সহ ছবি রয়েছে।


বিজ্ঞাপন

কিন্তু মারুফ পুলিশের হাতে গ্রেতার না হওয়ার ফলে এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে। সুএে জানায়, আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মারুফ এর নেতৃত্বে নাশকতার কর্মকাণ্ড চালাতে পারে এমন ধারণা এলাকাবাসীর।

তাছাড়া মারুফ বিগত সময়ে মানুষ কে গুলাগুলি করে এলাকার লোকজন কে আহত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত সাপেক্ষ এ ভয়ংকর অপরাধী আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *