
কামরুল ইসলাম, (উখিয়া) : কক্সবাজার: উখিয়া ও হোয়াইক্যং এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের মোট ৫৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির সদস্যরা উখিয়া ও হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

