পানছড়িতে ইসলামী আন্দোলনের প্রার্থী কাউছার আজিজীর গণসংযোগ : হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

আরিফুল ইসলাম মহিন, (খাগড়াছড়ি) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাউছার আজিজী। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে পানছড়ি বাজার এলাকায় তিনি ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ন্যায়ের পক্ষে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।


বিজ্ঞাপন

গণসংযোগকালে মাওলানা কাউছার আজিজী বলেন, নির্বাচিত হলে পার্বত্য খাগড়াছড়িকে একটি আধুনিক ও সম্ভাবনাময় পর্যটন অঞ্চলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পর্যটন শিল্প বিকাশের মাধ্যমে স্থানীয় যুব সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে একটি সমতা ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, কয়েকজন প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নিয়োজিত নেতাকর্মীরা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের হুমকি প্রদান করছে। এতে ভোটের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।


বিজ্ঞাপন

মাওলানা কাউছার আজিজী জানান, বিষয়টি ইতোমধ্যে পানছড়ি উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


বিজ্ঞাপন

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা তীব্র হলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *