কুমিল্লায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত 

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব  প্রতিনিধি (কুমিল্লা) :  বিএনপি চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা রামঠাকুর আশ্রমে ত্রিশূল গীতা শিক্ষালয় এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার আহবায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার আহবায়ক কমল চন্দ খোকন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী সঞ্জিত দেবনাথ। এসময় উপস্থিত ছিলেন- ত্রিশূল গীতা শিক্ষালয় এর সাধারণ সম্পাদক অনন্য ভৌমিকসহ ত্রিশূল গীতা শিক্ষালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবকরা। সবশেষে সভায় আগত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আত্মার শান্তি কামনায় সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের একত্রিত হওয়া সৌহার্দ্য ও সম্প্রীতির দৃষ্টান্ত।


বিজ্ঞাপন

প্রার্থনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

👁️ 35 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *