পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় যুক্ত হল অত্যাধুনিক ওয়াচ টাওয়ার

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান স্থলের নিরাপত্তায় যুক্ত হল অত্যাধুনিক ওয়াচ টাওয়ার। এই আধুনিক ওয়াচ টাওয়ার গুলো মার্কিন যুক্তরাষ্ট্র হতে অতি সম্প্রতি এসেছে। NYPD, LAPD ছাড়াও ইউএস মিলিটারীর বিভিন্ন বেইজে এই ওয়াচ টাওয়ার ব্যবহৃত হয়।

অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরী এই ওয়াচ টাওয়ারের কাঁচ ভেতরে থাকা ব্যাক্তিদের LEVEL IIIA/IV মাত্রার সুরক্ষা দেয় বা 7.62×51mm Nato বা APR বুলেটের বিরুদ্ধে সুরক্ষা দেয়। এছাড়াও এই ওয়াচ টাওয়ারে এরিয়া প্রোটেকশন এর জন্যে রয়েছে একটি রাডার। পাশাপাশি রয়েছে বেশ কয়েকটি থার্মাল ইমেজিং সিসিটিভি ক্যামেরা।


বিজ্ঞাপন
👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *