কবি মোহাম্মদ রফিক দেশ ও মানুষকে ভালোবেসেছেন ——– গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সাহিত্য

নিজস্ব প্রতিবেদক  :  ঢাকা, রবিবার, ০৬ আগষ্ট,  একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য কবি মোহাম্মদ রফিক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোকবার্তায় প্রয়াত কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।


বিজ্ঞাপন

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, বাংলা সাহিত্যে মোহাম্মদ রফিক এর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কবি মোহাম্মদ রফিক দেশ ও মানুষকে ভালোবেসেছেন। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়।

একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য কবি মোহাম্মদ রফিক এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।


বিজ্ঞাপন

একুশে পদক প্রাপ্ত দেশবরেণ্য কবি মোহাম্মদ রফিক এর মৃত্যুতে আরো গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরীফা কাদের এমপি ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *