মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে পুনাকের আয়োজনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  “আমরা আছি তোমাদের সাথে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), মুন্সীগঞ্জ জেলা কর্তৃক পুলিশ লাইন্সের শহিদ কনস্টেবল বোরহান উদ্দিন খান মিলনায়তনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

স্কুল শ্রেণিভিত্তিক তিনটি গ্রুপের মধ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রতিযোগিদের মধ্য থেকে তিনটি পর্বে ১ম,২য় এবং ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগিদের আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী অন্যান্য সবাইকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর  সভানেত্রী  ডা. মাহমুদা আফরোজ মহোদয়।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের শুভেচ্ছা জানিয়ে বলেন শিশুদের প্রতিভা বিকাশে এরকম প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


বিজ্ঞাপন

পুনাক সভানেত্রী সমাজে পিছিয়ে পড়া নারীদের আর্থ সামাজিক উন্নয়নে পুনাক, মুন্সীগঞ্জ জেলা কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *