দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৫ জনকে আটক করেছে বিজিবি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

দিনাজপুর প্রতিনিধি  : অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র ।দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর একটি টিম,  এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  আজ রবিবার  ২৯ সেপ্টেম্বর  আনুমানিক রাত ১২ টা ৪৫ মিনিটের সময়  বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর  অধীনস্থ রামচন্দ্রপুর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩২৯/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপাপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ০৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ০২ জন পুরুষ, ০২ জন মহিলা ও ০১ জন শিশু রয়েছে।

আটককৃতরা হলো-(ক) শ্রী পঞ্চনন চন্দ্র রায় (৩৩), পিতাঃ শ্রী প্রভাষ চন্দ্র রায়, (খ) শ্রী তাপসী রানী রায় (২৮), স্বামীঃ শ্রী পঞ্চনন চন্দ্র রায়, (গ) শ্রী দীপ্ত চন্দ্র রায় (০৩) সকলের গ্রাম ও পোস্টঃ টাংগুয়া, থানাঃ খানসামা, জেলাঃ দিনাজপুর, (ঘ) শ্রী তপু চন্দ্র রায় (১৯), পিতাঃ শ্রী পরেশ চন্দ্র রায়, গ্রামঃ সুজালপুর, পোস্ট ও থানাঃ বীরগঞ্জ, জেলাঃ দিনাজপুর, (ঙ) পাওলিনা হেম্রন (১৪), পিতাঃ হরেন হেম্রন, গ্রামঃ বৃন্দাবনপুর, পোষ্টঃ জিগড়াপাড়া, থানাঃ গোদাগাড়ি, জেলাঃ রাজশাহী। আটককৃতদের দিনাজপুরের বিরল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 1 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *