বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশনের কার্যনির্বহী কমিটি গঠন

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নাজমুল হাসান :  বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশনের কার্যনির্বহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি তিতাস গ্যাসের সিবিএ সভাকক্ষে এক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন পেট্রোবাংলার অধীনস্থ ১৩টি কোম্পানীর বেসিক ইউনিয়ন সমূহের (সিবিএ ননসিবিএ) সভাপতি ও সাধারন সম্পাদকগন।


বিজ্ঞাপন

সভায় সর্বসম্মতিক্রমে বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সংস্থা শ্রমিক কর্মচারী ফেডারেশন (রেজি: নং-বি-১৮৩৮) এর কার্যনির্বহী কমিটি পূর্নগঠন সংক্রান্ত বিষয়ে তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের খন্দকার জুলফিকার মতিন (সভাপতি, তিতাস গ্যাস জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন) সভাপতি ও মোঃ রফিকুল ইসলাম (সাধারন সম্পাদক পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়ন) সাধারন সম্পাদক এবং মোঃ লিয়াকত আলী, (সভাপতি, জিটিসিএল কর্মচারী ইউনিয়ন) কে কার্যকরী সভাপতি নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কে আগামী মেয়াদে স্বাগত জানান সাধারণ কর্মচারীরা।


বিজ্ঞাপন
👁️ 3 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *