গুম-পরবর্তী নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কবির

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মো : হাবিবুর রহমান ,  (ব্রাহ্মণবাড়িয়)  :  ‘তাদের নির্যাতনে আমার গলা শুকিয়ে যেতো। আমি যখন পানি চাইতাম তখন অল্প একটু পানিতে কিছু একটা মিশিয়ে দেওয়া হতো। আমি জ্ঞান হারিয়ে ফেলতাম। সাংবাদিক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহযোগিতায় আমি প্রাণে বেঁচে যাই।’


বিজ্ঞাপন

এভাবে গুম-পরবর্তী নির্যাতন হওয়ার বর্ণনা তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়া। শুক্রবার রাতে আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বর্ণনা তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, ‘সেই বিভিষিকাময় দিনগুলোর কথা আমি ভুলতে পারি না। এখনো শারিরিক অনেক সমস্যায় ভুগছি। মানসিক সমস্যা তো অনেক হচ্ছেই।’


বিজ্ঞাপন

মতবিনিময়কালে তিনি বলেন, ‘কসবা-আখাউড়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবো।’


বিজ্ঞাপন

এ সময় আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপি সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারন সম্পাদক মো. আক্তার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আল-আমীন মোল্লা। কবির হোসেন ভূঁইয়া এ সময় সাংবাদিকদের কল্যাণে আবাসন ও ব্যবসায়িক পরিকল্পনার কথা তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

👁️ 228 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *