আখাউড়ায় বিএনপির ছয় মনোননয়ন প্রত্যাশীর শোডাউন

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  (ব্রাহ্মণবাড়িয়া) :  ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপির ছয় মনোননয়ন প্রত্যাশী একসঙ্গে শোডাউন করেছেন। শুক্রবার, ২৪ অক্টোবর সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে মোটর সাইকেল শোডাউন নিয়ে সড়ক পথে কসবায় যান।


বিজ্ঞাপন

ওই ছয় মনোনয়ন প্রত্যাশী হলেন, সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান, কৃষক দলের কেন্দ্রীয় সাবেক নেতা নাসির উদ্দিন হাজারি, বিএনপি নেতা নাজমুল হোসেন খন্দকার, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস, বিএনপি নেতা আবুল মুনসুর মিশন। স্টেশন এলাকায় তারা নিজেদেরকে মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে ঐক্যবদ্ধ হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

নাসির উদ্দিন হাজারি বলেন, ‘কসবা-আখাউড়ায় যোগ্য প্রার্থী রয়েছে। আমরা একে অপরকে সহযোগিতা করবো। কিন্তু বাইরের কাউকে মনোনয়ন দিলে সহযোগিতা করা হবে না। এলাকার মানুষও তাকে মেনে নিবে না।’


বিজ্ঞাপন

মুশফিকুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতা-কর্মীরা অনেক নির্যাতিত হয়েছে। আমরা এ অবস্থা থেকে পরিত্রান চাই। যে কারণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।’


বিজ্ঞাপন
👁️ 294 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *