বিএনপি ক্ষমতায় আসলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে — কবীর আহমেদ ভূঁইয়া

Uncategorized জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও দেশ পুনর্গঠনের একমাত্র পথ হলো তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন।


বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই ৩১ দফার মধ্যেই ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা নির্ধারিত হয়েছে। এই কর্মসূচির ভিত্তিতেই আমরা এগোবো এবং নতুন বাংলাদেশ গড়ব।”


বিজ্ঞাপন

কবীর আহমেদ ভূঁইয়া আরও বলেন, “ধানের শীষ হলো নিরাপদ ও শান্তির প্রতীক। বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে।”


বিজ্ঞাপন

বিগত সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, “গত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির ওপর অনেক নির্যাতন হয়েছে। আমাকেও একসময় গুম করে হত্যার চেষ্টা করা হয়েছিল। আল্লাহর রহমত ও জনগণের দোয়ায় বেঁচে ফিরেছি। এখন আমার একমাত্র লক্ষ্য মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করা।”

তিনি আরও বলেন, “সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নির্বাচনী এলাকা হলেও বিগত ১৬ বছরে এখানে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। রাস্তাঘাট ভাঙাচোরা, মানুষ চরম দুর্ভোগে; শুধু গুম, খুন ও মামলা বেড়েছে।”

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া।

সভায় আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার হোসেন খান প্রমুখ।

👁️ 332 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *