
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ পিচ স্কাফ সিরাপসহ সুমন মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই কারবারি হলো উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

গত শুক্রবার তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে এক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানান।৫o
পুłলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খড়মপুর বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৫ পিচ স্কাপ সিরাপসহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ছমিউদ্দিন বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে স্কাফ সিরাপসহ এক জনকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। যে কোনমূল্যে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।
