নরসিংদীর শিবপুরে টিসিবি’র পণ্য  বিতরনে অনিয়ম করলেই ফৌজদারি মামলা বাতিল হবে ডিলারশিপ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

জাহিদুর রহমান  (নরসিংদী)   :  নরসিংদীর শিবপুরে খাদ্যবান্ধব কর্মসূচি,ওএমএস,ওএমএস (টিসিবি) ও ভিডব্লিউভি খাতে গুণগত মানসম্পন্ন খাদ্যশস্য বিতরণ নিশ্চিতকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শিবপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে অদ্য ১৭ নভেম্বর সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহঃ আব্দুর রহিম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন, মাছিমপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার,উপজেলা খাদ্য কর্মকর্তা সেলিম আহমেদ ।


বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন জয়নগর ইউনিয়ন পরিষদ এর প্রশাসক আবু রায়হান, আয়ূবপুর ইউনিয়ন পরিষদ এর প্রশাসক আলতাফ হোসেন, দুলালপুর ইউপি চেয়ারম্যান শামীম মোল্লা,পুটিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ উপজেলার সকল ডিলারগণ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

এসময় শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন,খাদ্যবান্ধব কর্মসূচির ওএমএস খাদ্যশস্য বিক্রির আগে মাইকিং করতে হবে।

এটি ওএমএস নীতিমালা অনুযায়ী একটি বাধ্যতামূলক প্রচার প্রচারণা এবং ডিলারকে নিজ খরচে বিক্রয় কেন্দ্রের আশেপাশে এই কাজটি করতে হবে। অনিয়ম করলে ডিলারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ডিলারশিপ বাতিল করা হবে।

👁️ 44 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *