সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় আয়োজিত উৎস সন্ধ্যা ২০২৫ -এ সঙ্গীতপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বানিজ্য বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ‘উৎস সন্ধ্যা ২০২৫’ শীর্ষক বিশেষ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করে উৎস বাংলাদেশ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী – বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল।


বিজ্ঞাপন

গত ২১ নভেম্বর রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে সঙ্গীতপ্রেমীরা উপভোগ করেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা।

বাপ্পা মজুমদার ও দলছুট ‘বৃষ্টি পড়ে’ গান দিয়ে শুরু হয় অনুষ্ঠান, এরপর পরিবেশন করেন জনপ্রিয় ‘দিন বাড়ি যায়’ গানটি। কোনার শুরুতেই গান প্রিয়তমা চলচ্চিত্রের টাইটেল গান ‘প্রিয়তমা।’


বিজ্ঞাপন

দুই শিল্পী মিলে প্রায় ১৫টি গান পরিবেশন করেন, যার মধ্যে ছিল বাপ্পার ‘পরী,’ ‘বাজি’ ও ‘তোমাকেই বলে দেব,’ আর কোনালের ‘রাজকুমার,’ ‘বসন্ত চলে যায়’ ও ‘ঘুম জড়ানো’। কোনাল জোয়ান বায়েজের কালজয়ী গান ‘সং অব বাংলাদেশ’ গানটিও গেয়ে শোনান দর্শকদের। বাপ্পা মজুমদার ও কোনালের যুগল পরিবেশনাইয় ছিল: ‘একটু যদি তাকাও তুমি’ ও ‘চোখের ভিতর স্বপ্ন।’


বিজ্ঞাপন

এবারই প্রথমবারের মত মঞ্চে একসাথে গাইলেন বাপ্পা ও কোনাল। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কিছু করার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই শিল্পী।

সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করে উৎস বাংলাদেশ। এ আয়োজন থেকে সংগৃহীত অর্থের পুরোটাই ব্যয় করা হবে সংস্থাটির দু’টি স্কুল এবং ঢাকার বিভিন্ন বস্তিতে অবস্থিত আটটি ‘আস্থা’ ডে-কেয়ার সেন্টারের ৫ শ’রও বেশি শিশু ও কিশোরদের সহায়তায়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে উৎস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মাহবুবা আকতার মাহমুদ লীনা বলেন, “বত্রিশ বছর আগে মাত্র তিনটি শিশুকে নিয়ে যাত্রা শুরু করে উৎস। সবসময়ই আমাদের লক্ষ্য ছিল এমন এক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রতিটি শিশু আনন্দময়, নিরাপদ এবং সুস্থ পরিবেশে বেড়ে উঠবে, যেখানে কোন শিশুকে রাস্তায় বড় হতে হবে না।”
আয়োজনে প্রধান সহযোগী হিসেবে ভূমিকা রাখে ওয়ান বাংলাদেশ।

আয়োজনে কো-স্পন্সর ছিল এএমসি নিট কম্পোজিট, সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়, গুলশান ইনার হুইল ক্লাব, ম্যাক লুব্রিকেন্ট, পোলার আইসক্রিম, শক্তি ফাউন্ডেশন ও ঊর্মি গ্রুপ।
অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এবিসি রিয়েল এস্টেট, অ্যাক্সেস ফ্রেইট, আনোয়ার ল্যান্ডমার্ক, বাংলাদেশ ফাইন্যান্স, মাল্টিমোডাল সার্ভিসেস, সিটি ব্যাংক, ডিবিএইচ হাউজিং ফাইন্যান্স, ডিবিএল গ্রুপ, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ফিনলে প্রপার্টিজ, ইফাদ গ্রুপ, আইপিডিসি ফাইন্যান্স, ইস্পাহানি গ্রুপ, নিউ জড়োয়া হাউস, আইডিএলসি ফাইন্যান্স, মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নভোএয়ার, পদ্মা অ্যাপারেলস, পেপার রাইম, প্রাইম ব্যাংক, রেকিট, রিচমন্ড, রূপালি গ্রুপ, টেকনোটেল মেরিটাইম, আটলান্টিক রিসোর্ট, থ্রি অ্যাঙ্গেল মেরিনসহ উৎস বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী অন্যান্য প্রতিষ্ঠান।

আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে ছিল এশিয়াটিক ইএক্সপি ও মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন, এবং টিকেট সংশ্লিষ্ট সহায়তা প্রদান করে টিকিফাই।

👁️ 32 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *