
নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার, ২ জানুয়ারি, পুরান ঢাকার নয়াবাজারের নওয়াব ইউসুফ মার্কেটে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এর সাথে ঢাকা মহানগর সমিতি (ঢাকা সমিতি) এর সদস্যদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ঢাকা সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাইল নওয়াব।

মতবিনিময় সভার শুরুতে ঢাকা সমিতির পক্ষ থেকে রাজউক চেয়ারম্যানকে সাদরে বরণ করে নেওয়া হয়। এসময় রাজউক এর পক্ষ থেকে অত্র এলাকাবাসীর উদ্দেশ্যে রাজউক এর উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। একটি টেকসই ও বাসযোগ্য ঢাকা নগরী গড়ে তোলার লক্ষ্যে রাজউক এর পরিকল্পনা ও কর্মকাণ্ড নিয়ে বিশদ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় রাজউক চেয়ারম্যান বলেন, “নিয়ম বা আইন মানুষের প্রয়োজনের জন্যই তৈরী হয় এবং মানুষের সুবিধা ও প্রয়োজনের উদ্দেশ্যেই পরিবর্তন করা হয়। ভৌগোলিকভাবে ঢাকার মতো সুন্দর রাজধানী পৃথিবীতে বিরল। কিন্তু আমরা নগরবাসীরাই অপরিকল্পিত নগরায়নের মাধ্যমে এই শহরকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। জুলাই আন্দোলনের মাধ্যমে আমাদের সন্তানেরা আমাদের একটি নতুন সুযোগ এনে দিয়েছে। আমাদের সামনে সুযোগ এসেছে একটি তিলোত্তমা ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলার।”

তিনি আরও বলেন, “আমরা অবশ্যই আমাদের প্রয়োজনে ভবন নির্মান করবো কিন্তু একটা এম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার জন্য প্রয়োজনীয় রাস্তা আমাদের থাকতে হবে যেন ভূমিকম্প, অগ্নিকান্ড সহ যে কোন দুর্যোগে আমরা খুব বেশি ক্ষতির সম্মুখীন না হতে হয়। বাড়ি বানানোই শেষ কথা নয়, সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি শহর গড়ে তুলতে হবে আমাদের। আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, রাজউক সকলকে সাথে নিয়ে এই শহরকে বাসযোগ্য করে তুলবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য উন্নয়ন নিয়ন্ত্রণ, সদস্য পরিকল্পনা সহ রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ঢাকা সমিতির সদস্যবৃন্দ সহ এলাকাবাসীগণ।
