
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যখাতের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তর (DGDA) দেশের ওষুধ শিল্পের মান, নিরাপত্তা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ২২ জানুয়ারি ২০২৬ তারিখ এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এই কর্মশালায় অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে নীতিনির্ধারণ, নিয়ন্ত্রণ কার্যক্রম, ওষুধের মান যাচাই এবং জনসেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক জ্ঞান ও বাস্তবভিত্তিক দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, যিনি দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় দক্ষ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কাঠামো গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিই পারে অধিদপ্তরকে আরও কার্যকর ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে।”

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ২০২৫ সালের বিভিন্ন মাসে সর্বোচ্চ পারফর্ম করা কর্মকর্তাদের পুরস্কার প্রদান। কর্মদক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে নির্বাচিত কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এই উদ্যোগ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রতিযোগিতামূলক কর্মসংস্কৃতি গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের প্রশিক্ষণ ও প্রণোদনা কার্যক্রম ঔষধ প্রশাসন অধিদপ্তরকে আরও শক্তিশালী, দক্ষ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত করবে। একইসঙ্গে দেশের ওষুধ শিল্পের আন্তর্জাতিক মান বজায় রাখতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিশেষে বলা যায়, স্বচ্ছতা, দক্ষতা ও আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর এগিয়ে যাচ্ছে নতুন উচ্চতার পথে—যার সুফল সরাসরি পাবে দেশের সাধারণ মানুষ।
