গোপালগঞ্জে নিজ গ্রাম থেকে কামরুজ্জামান ভুইয়ার নির্বাচনী প্রচারণা শুরু, জনতার ঢল 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর

মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  গোপালগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান  ভুইয়া লুটুল তাঁর নিজ গ্রাম চন্দ্র দিঘলিয়া থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার সূচনা করেছেন। বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে স্থানীয় চন্দ্র দিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভার মধ্য দিয়ে তিনি তাঁর নির্বাচনী লড়াইয়ের সংকল্প ব্যক্ত করেন। এসময় প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রথম জনসভায় নিজের অনুকূলে ‘টেলিফোন’ মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।


বিজ্ঞাপন

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান ভুইয়া লুটুল বলেন, “আমি বাইরের কেউ নই, আমি আপনাদেরই সন্তান। এই মাটির প্রতিটি ধূলিকণার সঙ্গে আমার নাড়ির সম্পর্ক। আপনাদের সুখ-দুঃখের সারথি হয়ে আমি আজীবন পাশে থাকতে চাই। গোপালগঞ্জের চলমান উন্নয়নের ধারাকে আরও বেগবান করতেই আমি প্রার্থী হয়েছি।”

তিনি আরও যোগ করেন, “আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা যদি আমাকে টেলিফোন প্রতীকে জয়যুক্ত করেন, তবে আপনাদের সঙ্গে নিয়েই একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন গোপালগঞ্জ গড়ে তুলব। আপনাদের ভালোবাসাই আমার মূল শক্তি।”


বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়। দুপুরের পর থেকেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের মিছিলে চন্দ্র দিঘলিয়া উচ্চ বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। স্লোগানে স্লোগানে প্রার্থীর প্রতি সোচ্চার সমর্থন জানান উপস্থিত হাজার হাজার জনতা।


বিজ্ঞাপন

সভায় বক্তারা এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে লুটুল ভুইয়ার বিগত দিনের বিভিন্ন অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তাঁকে যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, এলাকার সুষম উন্নয়নের জন্য তাঁর মতো জনবান্ধব নেতার কোনো বিকল্প নেই।

জনসভা শেষে প্রার্থী কামরুজ্জামান ভুইয়া লুটুল নেতা-কর্মীদের বিশাল বহর নিয়ে আশপাশের এলাকায় গণসংযোগ করেন। তিনি বয়োজ্যেষ্ঠদের দোয়া নেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ভোটারদের মধ্যেও তাঁকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *