চট্টগ্রামে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর মামলার আসামি বন্দুকযুদ্ধে আহত

অপরাধ আইন ও আদালত এইমাত্র চট্টগ্রাম সারাদেশ

চট্টগ্রাম প্রতিবেদক : চট্টগ্রাম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন আহত হয়েছেন। আহত মো. জসিম ওরফে ‘পানি’ জসিম (৪০) গত ১৩ মে নগরীর বায়েজীদ এলাকায় অবৈধ দোকান উচ্ছেদের অভিযানে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার মামলায় প্রধান আসামি। ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা জসিমের বসবাস বায়েজীদ এলাকায়। গত রোববার গভীর রাতে চান্দগাঁও থানার চন্দ্রনগরের চৌধুরীনগর হাসান সাহেবের খামার বাড়ি এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, গত রাতে চান্দগাঁও থেকে জসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জসিমকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যাই। হাসান সাহেবের খামার বাড়ি এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে জসিমের লোকজন গুলি ছোড়ে। এ সময় আমরা পাল্টা গুলি ছুড়ি। পরে গুলিবিদ্ধ অবস্থায় জসিমকে উদ্ধার করা হয়। উদ্ধার করে জসিমকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় রাতে তাকে হাসপাতালে আনা হয়। ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে। ১৩ মে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজার এলাকায় অবৈধ দোকান উচ্ছেদে যায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালত। সেসময় জসিমসহ কয়েকজনের নেতৃত্বে অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি এবং সিসিসির দুটি ট্রাক ভাংচুর করে দোকানের কর্মচারীরা। ওই ঘটনায় করা মামলায় জসিমকে প্রধান আসামি করা হয়। স্থানীয়রা জানান, জসিম একসময় ছাত্রদল করলেও এখন নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ চারটি মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।


বিজ্ঞাপন
👁️ 5 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *