শার্শায় মাদকসহ আটক ১

অপরাধ

মোঃ সুমন হোসেন, যশোর : যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ মেহেদী হাসান, এএসআই(নিঃ)/ মোঃ আল-আমিন হুসাইন, সহ শার্শা পুলিশের একটি চৌকস টিম ইং ১৫ জুলাই রাত্র দেড়টায় শার্শা থানাধীন সূবর্ণখালী গ্রামস্থ সূবর্ণখালী প্রাথমিক বিদ্যালয় এর দক্ষিণ পাশে জনৈক মোঃ ইস্রাফিল মাস্টার এর মেহগনী বাগানের মধ্য হতে আসামী ১। মোঃ হাসান ওরফে শুটার হাসান (২০), পিতা- বাবলু, মাতা- আম্বিয়া খাতুন, নানা-মৃত জিন্নাত আলী, নানী-শাহিদা খাতুন স্থায়ী : গ্রাম- বহিলাপোতা, উপজেলা/থানা- শার্শা, জেলা -যশোরের দখল হতে ০৬ (ছয়) কেজি মাদকদ্রব্য গাঁজা, যার মূল্য অনুমান- ৩,০০,০০০/-টাকা সহ ধৃত করা হয়েছে।


বিজ্ঞাপন

উক্ত বিষয়ে শার্শা থানায় ০১ টি মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা রুজু হয়েছে।

👁️ 9 News Views